*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়–৩
১। উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন?
ক. পানি খ. মাটি গ. আলো ঘ. বায়ু
উত্তর: ক. পানি
২। কোনটি পানিদূষণের কারণ?
ক. ধোঁয়া খ. উচ্চ শব্দ গ. হর্ন ঘ. নর্দমার বর্জ্য
উত্তর: ঘ. নর্দমার বর্জ্য
৩। পানিতে মিশে থাকা বালু-কাদা ইতাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. ছাঁকন খ. থিতানো
গ. ফুটানো ঘ. ঘনীভবন
উত্তর: খ. থিতানো
৪। দেহ সুস্থসবল রাখতে পুষ্টি উপাদান প্রয়োজন। পুষ্টি উপাদান দেহের প্রতিটি অঙ্গে পরিবহনের জন্য কোনটি প্রয়োজন?
ক. বায়ু খ. পানি গ. রক্ত ঘ. অক্সিজেন
উত্তর: খ. পানি
৫। তুষারের অনেক জ্বর হয়েছে। ডাক্তার তাকে বেশি করে তরল খাবার ও পানি খেতে বলেছে। পানি তুষারের দেহে কোন কাজটি করবে?
ক. রক্ত সঞ্চালনে বাধা প্রদান করবে
খ. হজমে ব্যাঘাত ঘটাবে
গ. স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে
ঘ. তাপমাত্রা বৃদ্ধি করবে
উত্তর: গ. স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে
৬। জেরিন চিপস, চকলেট ও কোমলপানীয় খেতে পছন্দ করলেও পরিপাকে সাহায্য করে এমন একটি প্রয়োজনীয় উপাদান খেতে চায় না। জেরিন কী খেতে চায় না?
ক. জুস খ. কোকাকোলা
গ. বোরহানি ঘ. পানি
উত্তর: ঘ. পানি
৭। আফরিন তার গোলাপগাছটিতে প্রতিদিন পানি দেয়। পানি ছাড়া গাছটি পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। আফরিনের গাছটি পুষ্টি উপাদান শোষণ করে কোথা থেকে?
ক. পাতা খ. পানি গ. মাটি ঘ. সূর্য
উত্তর: গ. মাটি
৮। গ্রীষ্মের ছুটির পর রিয়া বিদ্যালয় গিয়ে দেখল বাগানের চারাগাছগুলো শুকিয়ে গেছে। এ অবস্থায় নতুন চারাগাছ রোপণ করে তার করণীয় কী?
ক. নিয়মিত পানি দেবে খ. নিড়ানি দেবে
গ. আগাছা পরিষ্কার করবে ঘ. নিয়মিত সার প্রয়োগ করবে
উত্তর: ঘ. নিয়মিত সার প্রয়োগ করবে
৯। সাবা চায়ের পানিতে তাপ দেওয়ায় তা থেকে বাষ্প তৈরি হলো। সাবার তরল পানি থেকে বাষ্প তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক. কুয়াশা খ. শিশির
গ. বাষ্পীভবন ঘ. ঘনীভবন
উত্তর: গ. বাষ্পীভবন
১০। সারার ঠান্ডা পানির বোতলের গায়ে জলীয় বাষ্প তরলে পরিণত হয়েছে। এভাবে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কী বলে?
ক. কুয়াশা খ. শিশির
গ. বাষ্পীভবন ঘ. ঘনীভবন
উত্তর: ঘ. ঘনীভবন
১১। অধরা সকালে উঠানে নেমে দেখল ফুলের গাছের পাতায় বিন্দু বিন্দু পানি। এই পানিকে কী বলে?
ক. বরফ খ. শিশির গ. ফোঁটা ঘ. বাষ্প
উত্তর: খ. শিশির
১২। নিচের কোনটি পানিচক্রের প্রবাহচিত্র?
ক. পানি—বরফ—বাষ্প—বৃষ্টি
খ. পানি—বৃষ্টি—বাষ্প—বরফ
গ. পানি—বাষ্প—মেঘ—বৃষ্টি
ঘ. পানি—মেঘ—বাষ্প—বৃষ্টি
উত্তর: গ. পানি—বাষ্প—মেঘ—বৃষ্টি
১৩। পানি ভূপৃষ্ঠে কীভাবে ফিরে আসে?
ক. ফিরে আসে না খ. বৃষ্টি হিসেবে
গ. মেঘ হিসেবে ঘ. জলীয় বাষ্পরূপে
উত্তর: খ. বৃষ্টি হিসেবে
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা