*স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা বিষয়ের ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ প্রবন্ধের ওপর আলোচনা।
প্রশ্ন: বিপরীত শব্দ লিখি।
ঘুমন্ত, স্বাধীন, লোভী, কল্যাণ, পূর্ণ, অর্জন, কৃতজ্ঞ, স্বাধীনতা, নিরস্ত্র, সাধু, সরল, শ্রেষ্ঠ, ব্যর্থ, শহিদ, পরাজয়।
উত্তর:
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
ঘুমন্ত জাগ্রত নিরস্ত্র সশস্ত্র
স্বাধীন পরাধীন সাধু ভণ্ড
লোভী নির্লোভ সরল কুটিল/জটিল
কল্যাণ অকল্যাণ শ্রেষ্ঠ নিকৃষ্ট
পূর্ণ অপূর্ণ ব্যর্থ সার্থক
অর্জন বর্জন শহিদ গাজি
কৃতজ্ঞ অকৃতজ্ঞ পরাজয় জয়
স্বাধীনতা পরাধীনতা
প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে নিচের অনুচ্ছেদটি পুনরায় লেখো।
তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর আমরা পালন করি শহিদ বুদ্ধিজীবী দিবস এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না
উত্তর: তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর আমরা পালন করি ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা। তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।
১। আমাদের স্বাধীনতাযুদ্ধ হয়েছিল কত সালে?
ক. ১৯৬৯ সালে খ. ১৯৭০ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৭২ সালে
সঠিক উত্তর: গ. ১৯৭১ সালে
২। কত তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
ক. ২৫ মার্চ খ. ২৬ মার্চ গ. ২৭ মার্চ ঘ. ২৮ মার্চ
সঠিক উত্তর: খ. ২৬ মার্চ
৩। কাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল?
ক. ব্রিটিশদের খ. উপজাতিদের গ. ভারতীয়দের ঘ. পাকিস্তানিদের
সঠিক উত্তর: ঘ. পাকিস্তানিদের
৪। ১৯৭১ সালে কোন দিনটির জন্য মানুষ অপেক্ষা করেছে?
ক. চূড়ান্ত বিজয়ের দিন খ. পরাজয়ের দিন
গ. মীমাংসার দিন ঘ. শান্তির দিন
সঠিক উত্তর: ক. চূড়ান্ত বিজয়ের দিন
৫। মুক্তিযুদ্ধে কতজন মানুষ প্রাণ দিয়েছে?
ক. প্রায় ১০ লাখ খ. প্রায় ২০ লাখ গ. প্রায় ৩০ লাখ ঘ. প্রায় ৪০ লাখ
সঠিক উত্তর: গ. প্রায় ৩০ লাখ
৬। পাকিস্তানি সেনারা কবে আমাদের ওপর হামলা চালানো শুরু করে?
ক. ২৫ মার্চ খ. ২৬ মার্চ
গ. ২৭ মার্চ ঘ. ২৮ মার্চ
সঠিক উত্তর: ক. ২৫ মার্চ
৭। মুক্তিযুদ্ধের জন্য আমরা কাদের কাছে ঋণী?
ক. বিদ্রোহীদের কাছে খ. শত্রুসেনাদের কাছে গ. যোদ্ধাদের কাছে
ঘ. মুক্তিযোদ্ধাদের কাছে
সঠিক উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাদের কাছে
৮। মুক্তিযুদ্ধ চলে কত মাস?
ক. ৬ মাস খ. ৭ মাস গ. ৮ মাস ঘ. ৯ মাস
সঠিক উত্তর: ঘ. ৯ মাস
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা