প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২য় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো

১৪। মোগলরা কোন দেশকে ‘যেকোনো জাতির স্বর্গ’ বলত?

ক. যুক্তরাষ্ট্রকে খ. ইংল্যান্ডকে

গ. বাংলাকে ঘ. পাকিস্তানকে

উত্তর: গ. বাংলাকে

১৫। নবাব কয়টি পক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন?

ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ১টি

উত্তর: খ. ৩টি

১৬। ১৮৫৭ সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। কত বছর শাসন চলে?

ক. ১০০ বছর খ. ১২০ বছর

গ. ২০০ বছর ঘ. ৩০০ বছর

উত্তর: ক. ১০০ বছর

১৭। কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?

ক. মীর জাফর খ. মীর কাশিম

গ. লর্ড ক্লাইভ ঘ. রাজা রামমোহন রায়

উত্তর: গ. লর্ড ক্লাইভ

১৮। কত সালে ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে শাসনভার তুলে নেয়?

ক. ১৮৫৭ খ. ১৮৫৮

গ. ১৮৬০ ঘ. ১৮৬২

উত্তর: খ. ১৮৫৮

১৯। বাংলায় একসময় ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। কত সালে এই দুর্ভিক্ষ হয় হয়?

ক. বাংলা ১১৭৬ সালে

খ. বাংলা ১০৭৬ সালে

গ. বাংলা ১২৭৬ সালে

ঘ. বাংলা ১৩৭৬ সালে

উত্তর: ক. বাংলা ১১৭৬ সালে

২০। শিক্ষা ও যোগাযোগব্যবস্থায় উন্নয়নের ফলে কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে?

ক. সতেরো শতকে খ. আঠারো শতকে

গ. উনিশ শতকে ঘ. পনেরো শতকে

উত্তর: গ. উনিশ শতকে

২১। ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন কে?

ক. সিরাজউদ্দৌলা খ. মীর কাশিম

গ. মীর জাফর ঘ. তিতুমীর

উত্তর: ঘ. তিতুমীর

২২। কত সালের আন্দোলনে তিতুমীর পরাজিত ও নিহত হন?

ক. ১৮৩২ সালে খ. ১৮৩১ সালে

গ. ১৮৩০ সালে ঘ. ১৮২৯ সালে

উত্তর: খ. ১৮৩১ সালে

২৩। কার নেতৃত্বে পশ্চিম বাংলার ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহ শুরু হয়?

ক. মঙ্গল পান্ডে খ. তিতুমীর

গ. বাহাদুর শাহ ঘ. মীর কাশিম

উত্তর: ক. মঙ্গল পান্ডে

২৪। সেনাবাহিনীতে সিপাহি পদে ৫০,০০০ ব্রিটিশ সিপাহি ছিল। ভারতীয় সিপাহির সংখ্যা কত ছিল?

ক. ৪,০০,০০০ খ. ৩,০০,০০০

গ. ২,০০,০০০ ঘ. ৫,০০,০০০

উত্তর: খ. ৩,০০,০০০

২৫। সিপাহি বিদ্রোহে কতজন ভারতীয় লোক মারা যায়?

ক. ১,০০,০০০ খ. ২,০০,০০০

গ. ১০,০০০ ঘ. ১৫,০০০

উত্তর: ক. ১,০০,০০০

২৬। কী ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি সৃষ্টি করা হয়েছিল?

ক. গরু ও শূকরের চর্বি

খ. ছাগল ও শূকরের চর্বি

গ. মহিষ ও ঘোড়ার চর্বি

ঘ. বানর ও মহিষের চর্বি

উত্তর: ক. গরু ও শূকরের চর্বি

*বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Leave a comment