এইচএসসি মডেল টেস্ট ৪ বাংলা প্রথম পত্র

এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা

২৬ মার্চ, ২০১৭ ০০:০০

মান : ৩০, সময় : ৩০ মিনিট

[সব প্রশ্নের উত্তর দিতে হবে। ]

১। ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের আলোচ্য বিষয় কী?

(ক) সভ্যতার বিবর্তন

(খ) আধুনিক সমাজ

(গ) চাষার দারিদ্র্য

(ঘ) শ্রমিকের দারিদ্র্য

উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

‘ঘরেতে এলো না সে তো

মনে তার নিত্য আসা যাওয়া

পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। ’

২। উদ্দীপকের ‘সে’ অপরিচিতা গল্পের কল্যাণীর প্রতিনিধিত্ব করে কারণ—

  1. i) উভয়েরই কাঙ্ক্ষিত পুরুষের সঙ্গে বিয়ে হয়নি
  2. ii) উভয়ে একই বর্ণের হিন্দু

iii) উভয়ের অশরীরী উপস্থিতি ছিল প্রবল

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৩। উদ্দীপকের কবিতাংশটি ‘অপরিচিতা’ গল্পে কোন চরিত্রের মাথায় ঘুরপাক খায়?

(ক) মামা    (খ) অনুপম

(গ) শম্ভুনাথ  (ঘ) হরিশ

৪। মূর্খ ধনীর কাছে গৃহমার্জার যার প্রতিরূপে অবস্থান করে—

(ক) মনোরঞ্জনকারী

(খ) আদরের দুলালী

(গ) পরোপকারী

(ঘ) সতরঞ্জ খেলোয়াড়

৫। ‘উঠো না, ও কী?’ বাক্যে কী প্রকাশ পেয়েছে?

(ক) শাসন   (খ) ভালোবাসা

(গ) উত্কণ্ঠা  (ঘ) শ্রদ্ধা

অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত,

যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না

অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না—

৬। উদ্দীপকে ‘আমার পথ’ প্রবন্ধের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে

  1. i) অন্যায়ের প্রতিবাদ
  2. ii) মঙ্গল সাধন

iii) দাসত্বের অবসান

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৭।  উদ্দীপকের অত্যাচারী ‘আমার পথ’ প্রবন্ধে কোন দিকটিকে নির্দেশ করে?

(ক) অভিশাপ রথের সারথি

(খ) অহংকারের পৌরুষ

(গ) স্পষ্টভাষী

(ঘ) মিথ্যার জয়

৮।    জীবনের প্রকৃত মানে কী?

(ক) বেঁচে থাকা     (খ) বৃদ্ধি

(গ) স্বাধীনতা (ঘ) প্রতিপত্তি

৯। যে শক্তি দ্বারা মাসি-পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল, তা হচ্ছে—

  1. i) সাহস ii) ঐক্য iii) গায়ের জোর

নিচের কোনটি সঠিক?

(ক) i      (খ) ii

(গ) i ও ii   (ঘ) i, ii ও iii

১০। ২১ শে ফেব্রুয়ারি মানুষ আন্দোলন করেছিল কেন?

(ক) স্বাধীনতার জন্য

(খ) স্বৈরশাসন অবসানের জন্য

(গ) মাতৃভাষার জন্য

(ঘ) সংস্কৃতি রক্ষার জন্য

১১। ঢাকা জাদুঘরে রয়েছে—

  1. i) ঢাকা নগরের ঐতিহাসিক নিদর্শন
  2. ii) ঢাকার বিস্তারিত চিত্র ও নির্দেশনা

iii) ঢাকাসংক্রান্ত বেশি কিছু নেই

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) ii ও iii

(গ) i ও iii (ঘ) i, ii ও iii

১২। মানুষের ক্ষেত্রে প্রযোজ্য শব্দ—

(ক) বুদ্ধিহীন অসার

(খ) স্বেচ্ছা ধ্বংসকারী

(গ) বিবেকবিবর্জিত

(ঘ) খামখেয়ালি

১৩। সন্ধ্যেবেলায় মসিঁয়ে লোইসেল ফিরে আসে। তার মুখখানা কেমন ছিল?

(ক) শুষ্ক          (খ) বিবর্ণ

(গ) বেদনার্ত  (ঘ) মলিন

১৪।   মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন?

(ক) ঢাকায়        (খ) যশোরে

(গ) কলকাতায় (ঘ) লন্ডনে

১৫। রবীন্দ্র কাব্যের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

(ক) প্রকৃতির পটে জীবনের স্থাপন

(খ) ব্যক্তি আমি’র উদ্বোধন

(গ) ঈশ্বরের শক্তির প্রকাশ

(ঘ) অধ্যাত্মবাদ উপস্থাপন

উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

অনেক ফুল আর অনেক পাখি

সব পাখিদের আলাদা গান

তার মাঝেই একটি সুর

সবারই সুর যায় মিলিয়ে

এক দুনিয়া এক মানুষের

স্বপ্ন তারা যায় বিলিয়ে।

১৬।উদ্দীপকের অনেক ফুল আর অনেক পাখি দ্বারা ‘সাম্যবাদী’ কবিতার কী নির্দেশ করা হয়েছে?

(ক) নানা যুগের নানা যুগাবতার

(খ) নানা ধর্মের নানা পুঁথি-কেতাব

(গ) নানা মসজিদ, মন্দির, গির্জা

(ঘ) নানা ধর্ম সম্প্রদায়ের লোক

১৭।উদ্দীপকে ‘সাম্যবাদী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে—

  1. i) দোকানের দরকষাকষি
  2. ii) নানা ধর্ম-সম্প্রদায়ের মানুষের কথা

iii) সাম্যবাদী চেতনা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৮।‘সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর’ এ কথার তাত্পর্য—

(ক) বাংলার পাকা ফসলের খেতের সৌন্দর্য

(খ) বাংলা নারীর সৌন্দর্য

(গ) বাংলার নদীর সৌন্দর্য

(ঘ) হলুদ রঙের শাড়িতে নারীর সৌন্দর্য

১৯।‘খাঁ খাঁ করবে না—’ ‘সেই অস্ত্র’ কবিতা অবলম্বনে শূন্যস্থানে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?

(ক) মাঠ-ঘাট (খ) রাস্তাঘাট

(গ) দোকানপাট     (ঘ) গৃহস্থালি

উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ঊষার দুয়ারে হানি আঘাত

আমরা আনিব রাঙা প্রভাত,

আমরা টুটিব তিমির রাত

বাধার বিন্দ্যাচল।

২০।উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে?

(ক) সেই অস্ত্র

(খ) বিভীষণের প্রতি মেঘনাদ

(গ) ফেব্রুয়ারি ১৯৬৯

(ঘ) আঠারো বছর বয়স

২১। উক্ত ভাবসংবলিত চরণ হলো—

(ক) আঠারো বছর বয়সে নেই ভয়

পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা

(খ) সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী

(গ) দেব-দৈত্য-নর-রনে, স্বচক্ষে দেখেছ

রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের

(ঘ) আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ

বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে

২২। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?

(ক) গান           (খ) গল্প

(গ) কবিতা        (ঘ) স্লোগান

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

তিন্নি প্রকৃতির অবারিত লালিত্যে বেড়ে ওঠায় সমাজের তথাকথিত কঠোর নিয়ম-নীতি তাকে স্পর্শ করেনি। কিন্তু বিয়ের পর তার এই উদারতা হয়েছে কাল। তার হাসি, কান্না, গানে যে বাধা আসে, তাতে সে একসময় প্রতিবাদী হয়ে ওঠে।

২৩।উদ্দীপকের তিন্নি ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি?

(ক) জমিলা        (খ) রহিমা

(গ) হাসুনির মা     (ঘ) তাহেরের মা

২৪।উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসে প্রতিবাদী চেতনা যার বিরুদ্ধে—

  1. i) ধর্মীয় গোঁড়ামি ii) কুসংস্কার

iii) আত্মবিশ্বাস

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

২৫। ‘লালসালু’র ফরাসি অনুবাদ প্রকাশিত হয় কত সালে?

(ক) ১৯৬০ সালে    (খ) ১৯৪৮ সালে

(গ) ১৯৮১ সালে    (ঘ) ১৯৬১ সালে

২৬।তাহেরের বাবা বিচার সভায় কেন কাঁদে?

(ক) অপমানিত হয়ে

(খ) শাস্তির ভয়ে

(গ) আত্ম অনুশোচনায়

(ঘ) জ্ঞানশূন্য হয়ে

২৭।আলো দেখে বন্দি সিরাজ কী করেন?

(ক) আনন্দে লাফিয়ে ওঠেন

(খ) বাঁচার আশা ফিরে পান

(গ) মুক্তির পথ খুঁজে পান

(ঘ) চমকে ওঠেন

২৮।মানিকচাঁদ কোন বংশের ছেলে ছিল?

(ক) ঘোষ         (খ) বিশ্বাস

(গ) মণ্ডল         (ঘ) মল্লিক

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মুক্তিযুদ্ধের সময় করিম শেখ নিজের স্বার্থ উদ্ধারের জন্য পাকিস্তানিদের সহযোগিতা করে। তাই সবাই তাকে ঘৃণা করে।

২৯।করিম শেখ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের প্রতিনিধি?

(ক) উমিচাঁদ       (খ) মোহনলাল

(গ) মীরমর্দান      (ঘ) রাইসুল জুহালা

৩০।উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন বিষয়টি ফুটে উঠেছে?

(ক) বিশ্বস্ততা

(খ) বিশ্বাসঘাতকতা

(গ) দেশপ্রেম (ঘ) মানবপ্রেম

উত্তর : ১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. ক     ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০. খ।

Leave a comment